শালিখায় আব্দুর রহমান ও আলেয়া রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি পেলো ৩০ জন মেধাবী শিক্ষার্থী

0
165

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ শালিখায় ৩০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা ও সনদ প্রদান করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পুলুম এলাকায় এ বৃত্তি প্রদান করে আবদুর রহমান ও আলেয়া রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা,পুলুম বাজার কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান মোল্যা,পুলুম কাজী সালিমা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃওয়াহিদুর রহমান ওয়াদুদ,পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোঃ আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি প্রদান করার জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান বলেন অত্র ফাউন্ডেশন সর্বদা মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং ভবিষ্যতে বৃত্তি প্রদান আরও বৃহৎ পরিসরে করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here