অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরির সময় জয়দেব রায় নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। চুরির সময় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক জয়দেব রায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের বরীন রায়ের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের মনির হোসেন শেখ, লাভলু শেখ ও নীলরতন গোলদারসহ অনেকে ওই গ্রামে ঘেরে মাছ চাষ করে আসছেন। দীর্ঘদিন ধরে এই চক্র গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরি করে আসছে। এই চক্রকে হাতেনাতে ধরার জন্য ঘের মালিকরা রাত্রে পাহারা ব্যাবস্থা করে। অবশেষে মঙ্গলবার রাত আনুমানিক এগার টারদিকে একই গ্রামের জয়দেব রায় ও তার সঙ্গীরা মিলে ওই এলাকার সুরেশ বিশ্বাসের ঘেরে গ্যাস ট্যাবলেট দিচ্ছিল। বিষয়টি টের পেয়ে ঘের পাড় থেকে জয়দেব রায়কে তিনটি গ্যাস ট্যাবলেটসহ আটক করে স্থানীয়রা । এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মাছ চাষী সুরেশ বিশ্বাস জানান, চুরির উদ্দেশ্যে আমার ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। আমাদের এ অপূরণীয় ক্ষতির জন্য পুলিশের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে সত্যতা স্বীকার করেছে। মামলা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।















