মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ কালবৈশাখী ঝড়ে এবং শিলা বৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুরে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে শুরু হওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে লিচু, আম, ভুট্টা ও বোরো ধানের ক্ষতি হয়েছে ব্যাপক।
সরেজমিনের ঘুরে দেখা যায়,বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বরুপপুর, আজমপুর, মান্দারবাড়িয়া, নাটিমা ইউনিয়ন ও পৌরসভাধীন বিভিন্ন গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও একই সঙ্গে শিলাবৃষ্টিসহ মুসলধারায় বৃষ্টি হয়। এতে ওই এলাকার কৃষকের জমির পাকা ধান শিলার আঘাতে ঝরে পড়েছে ও ঝড়ে আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে।
মহেশপুর পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিলা বৃষ্টিতে তাদের ১৬ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। শুধু খড় ছাড়া কিছুই নেই।’
শংকহুদা গ্রামের প্রান্তিক কৃষক বাহাজ্জেল হোসেন জানান, অন্যের সাড়ে ৫ বিঘা জমি লিজ নিয়ে তিনি এবার বোরো ধান চাষ করেছেন। ফলন ভালোই হয়েছিল। কিন্তু ঝড় আর শিলা বৃষ্টিতে তার সব ধান ঝরে গেছে। একই অবস্থা ওই এলাকার শত শত কৃষকের।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, চলতি বোরো মৌসুমে বোরো ধানের আবাদ করা হয়েছে ২১ হাজার ৭’শ ৬০ হেক্টর জমিতে এরমধ্যে শিলাবৃষ্টি ও ঝড়ে ১৪শ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।















