পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া ১২ জনকে সংবর্ধনা

0
152

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোর জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পাওয়া ১২ জনকে সংবর্ধনা দিয়েছে মণিরামপুর থানা পুলিশ। শনিবার সকালে থানা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়। সহকারি পুলিশ সুপার (মণিরামপুর) সার্কেল আশেক সুজা মামুন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) আল-আসাদ ও থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান সদ্য চাকরি পাওয়া কনস্টেবলদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় সদ্য চাকরি পাওয়া পুলিশ কনস্টেবল সদস্যরা বলেন, ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা সবাই আনন্দিত। আমাদের উপজেলার সবাইকে সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। এই সংবর্ধনাটি সারাজীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, এ উপজেলায় যারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এজন্য তাদেরকে ফুল দিয়ে বরণ করা হলো। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদান করে তারা যেন সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকতে সবাইকে পরামর্শ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here