৮ই শাওয়াল মদীনায় অবস্থিত রাসূলের সাঃ আহলে বাইতের আলাইহেস সালাওয়াতু ওয়াস সালামের সমাধিস্থল জান্নাতুল বাক্বী আলে সৌউদের দ্বারা ধ্বংসজজ্ঞের ১০০ বছর অতিবাহিত হল আজ। তারই প্রক্ষাপটে ইনকিলাবে মাহদি মিশন, যশোরের উদ্যোগে যশোর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করা হয়। যার মুল প্রতিপাদ্য বিষয় ছিলো জন্নাতুল বাকী পূণঃ নির্মান।
বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম, হাজী মুহাম্মাদ মহসীন ইমামবাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, ইমাম বাড়ীর উপদেষ্টা আলহাজ্ব মোস্তাফা খান ফিরোজ ও আতাহার হুসাইন সাহেব, জনাব মাওলানা মূসা প্রমূখ।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন ইনকিলাব-এ-মাহদী মিশনের সকল সদস্য গন ও যশোরবাসী।
Home
যশোর স্পেশাল রাসূলের সাঃ আহলে বাইতের আলাইহেস সালাওয়াতু ওয়াস সালামের সমাধিস্থল জান্নাতুল বাক্বী আলে...















