অভয়নগরে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে

0
165

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিমা বেগম (৪৭) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। নাসিমা বেগম শেখপাড়া এলাকার মোতাহার মোল্যার স্ত্রী। মারপিটের পর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলাকারী দুই যুবক হলেন, একই এলাকার মৃত তাইজুল মোল্যার ছেলে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির চালক শাহিনুর মোল্যা ও তার ভাই ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুর মোল্যা।
এ ব্যাপারে নাসিমা বেগমের ছেলে শাকিল মোল্যা জানান, শনিবার সকালে তাদের জমিতে শাহিনুর মোল্যা ও তার ভাই আমিনুর মোল্যা উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি গরু বেধে রাখে। এসময় তার মা নাসিমা বেগম গরুগুলো বাধার কারণ জানতে চাইলে তারা ঝগড়া শুরু করে। এক পর্যায়ে শাহিনুর মোল্যার নির্দেশে তার মাকে আশরাফুল মোল্যা ঝাপটে ধরে এবং আমিনুর মোল্যা দেশিয় অস্ত্র দিয়ে পেটাতে শুরু করে।
তিনি আরও জানান, পরে শাহিনুর মোল্যা তার মায়ের শ্লীলতাহানীর চেষ্টা করে। তার মা চিৎকার করলে আমিনুর মোল্যা মুখ চেপে ধরে এবং শাহিনুর মোল্যা বাঁশের লাঠি দিয়ে ডান হাতে ও পায়ে আঘাত করে। এসময় তার মায়ের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। হামলাকারী দুই ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের লোক হওয়ায় তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কেও মুখ খুলতে সাহস করে না। তবে তার মায়ের উপর হামলার ন্যায় বিচার পাওয়ার আশায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
এ ব্যাপারে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের দফাদার অভিযুক্ত আমিনুর মোল্যা জানান, প্রতিবেশী মহিলাদের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। ঘটনার সময় আমি এবং আমার ভাই শাহিনুর ছিলাম না। পরে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গরু বাধার বিষয়ে তিনি বলেন, গরুগুলো আমাদের জমিতে বাধা ছিল। গ্রামের একটি মহল আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ঐ নাসিমা বেগম নামের মহিলা একজন চোগলখোর। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন মুঠোফোনে জানান, ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে কোন অভিযোগ করা হয়নি। পুলিশের মাধ্যমে তিনি মারপিটের ঘটনা শুনেছেন। তবে নাসিমা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মিলন কুমার মন্ডল জানান, শনিবার আমি বাগেরহাটে ছিলাম। এরকম কোনো অভিযোগ আমার কাছে এখনও আসেনি। তবে অভিযোগ হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here