মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার দুটিকেন্দ্রে এসএসসিও সমমানের পরীক্ষা ২৩, বাংলা প্রথম পত্র শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ছে।এসময় দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন ।
রবিবার সকাল ১০টায় সারাদেশের ন্যায় জেলার দর্শনা থানাধীন দর্শনা পৌর এলাকার মেমনগর বিপ্র দাস মাধ্যমিক বিদ্যালয় ও দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মেমনগর বিপ্র দাস মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭৬ জন।
পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭২ জন। অনুপস্থিত
পরীক্ষার্থীর ছিল ৪ জন। অন্যদিকে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল২৬৮ জন।
পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর ছিল ২৬০ জন।
অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ০৮ জন উভয় কেন্দ্রে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।দর্শনা থানা পুলিশ প্রশ্ন ও উত্তর পত্র স্কট করা সহ কেন্দ্রে পুরাপোশাকে সতর্ক অবস্থায় ডিউটি করেন এবং ডিএসবির গোয়েন্দা নজরদারি অব্যাহত
ছিল।















