মনিরামপুরে বৃষ্টি এবং ঝড়ে দিশেহারা কৃষক

0
153

মনিরামপুর পৌর প্রতিনিধি : আবহাওয়া অনুকুলে থাকায় মনিরামপুরে বিভিন্ন অঞ্চলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে।কিন্তু ধান কাটতে শ্রমিক সংকট এবং মন প্রতি ধানের যে দাম রয়েছে তাতে শ্রমিকের মজুরির টাকা পরিশোধ করতে কৃষকেরা হিমশিম খাচ্ছে।এক জন শ্রমিককে ৮০০থেকে ১০০০টাকা পরিশোধ করতে হচ্ছে কৃষকের। ধানের মন প্রতি যে দাম তাতে কৃষকেরা খুশি নয়। টাকা থাকলেও শ্রমিক মিলছে না দূর দূরন্ত থেকে ছোটাছুটি করে কৃষকেরা শ্রমিক কিনছে তাও আবার অনেক কৃষক শ্রমিক পাচ্ছে না।কিছু কিছু এলাকাতে বৃষ্টির আগেই ধান বাড়িতে উঠলেও কিছু কিছু স্হানে এখনো ধান বাড়িতে উঠাতে বাকি রয়েছে।বিভিন্ন মাঠ জুড়ে এখনো রয়েছে কাচা পাকা ধান।ধান কাটা ও ঘরে তোলার মৌসুমে শেষের দিকে ঝড় বৃষ্টি শ্রমিক সংকট নিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। গত ২৯ এবং ৩০ এপ্রিলে উপজেলাতে তীব্র বাতাস এবং বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়েছে ২থেকে ৩দিন ধান কেটে শুকিয়ে তা আজ পানিতে ভিজে গেছে।বৃষ্টি শুরুর আগেই যারা ধান কেটে রেখেছে তাদের অনেকেই এখনো ধান শুকাতে পারিনি।আবহাওয়া এমন থাকলে বৃষ্টি ভেজা ধান গন্ধ হয়ে পোকার আক্রমনে ধান নষ্ট হয়ে যেতে পারে বলে কৃষকেরা জানান।মাছনা গ্রামের শফিকুল ইসলাম বলেন আজ আমি দুই বিঘা জমিতে ধান কেটে রেখে এসেছি কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমার ধানের যে বাম্পার ফলন হয়েছিলো তা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার এমন অবস্হা থাকলে ধানের ব্যাপক ক্ষতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here