মালিক শ্রমিক ভাই-ভাই,নায্যমূলে কাজ চাই এ শ্লোগানে-পাইকগাছায় মহান মে দিবসের কর্মসূচি পালিত

0
166

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ১লা মে-২৩ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসের কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলার কপিলমুনি ও পৌর সদরে পূথক -পৃথক ভাবে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি’র আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন খুলনা-৬ ( কয়রা-পাইকগাছার) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন কমিটির সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনসহ দলীয় ও শ্রমিক নেতৃবৃন্দ।
অপরদিকে পৌরসভার শিবসা নদীর ঘাট সংলগ্ন হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর ম্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পৌর আওয়ামীলীগ নেতা প্রভাষক আঃ ওহাব বাবলু, এসআই হাফিজুর রহমান,এসআই রেজাউল করিম, সাংবাদিক আঃ আজিজ, পৌর হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা কাশেম গাজী, সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মোঃ আলম গাজী, সম্পাদক বিপ্লব মন্ডল, সহ-সভাপতি আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান গাজী, শেখ রাজু,সাবেক ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনিসহ অনেকে। এছাড়া কপিলমুনিসহ বিভিন্ন স্থানে মে দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here