অভয়নগরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

0
175

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ মে) মধ্যরাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে মাহাবুর মোল্যার বসতবাড়ির রান্নাঘর থেকে তাদের আটক করা হয়। প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
আটক ৯ জুয়াড়ি হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার শিতলবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুম শেখ, একই গ্রামের শাহাজাহান মোল্যার ছেলে আব্দুল্লাহ মোল্যা, মিলাঙ্গীর হোসেনের ছেলে তারেক আব্দুল্লাহ, নজরুল খানের ছেলে নূরুজ্জামান খান, আব্দুল গফ্ফার শেখের ছেলে ইমামুল শেখ, অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের হাতেম শেখের ছেলে শরিফুল শেখ, একই গ্রামের আফজাল মল্লিকের ছেলে ফেরদৌস মল্লিক, আলমাছ শেখের ছেলে রিশাদ শেখ ও লাল মিয়া শেখের ছেলে হাসান শেখ।
উপজেলার সোনাতলা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এসআই সোহাগ সরদার জানান, টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে উপজেলার চন্দ্রপুর গ্রামে মাহাবুর মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রান্নাঘরের ভেতর থেকে ৯ জন জুয়াড়িকে এক সেট তাস ও নগদ এক হাজার ৭শ’ টাকাসহ আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) মিলন কুমার মণ্ডল জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পাড়া-মহল্লায় পুলিশি অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here