অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্টে ভারতে ফিরলো ১ভারতীয় নাগরিক

0
236

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাংলাদোশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক নিজ দেশ ভারতে ফিরলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রক্ষমনগর গ্রামের সাত্তর শেখের ছেলে মো: নাসির শেখ(৪৫) চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, ভারতীয় নাগরিক বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে গত বছরের ৭ফ্রেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ বর্ডার গার্ড ৬ ব্যাটেলিয়নের সদস্যরা তাকে আটক করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৫। এরপর আদালত তাকে দুইমাসের কারাদণ্ড প্রদান করে। দুইমাসের কারাভোগ আর ১বছর আগে শেষ হলেও দুদেশের কাগজপত্র তৈরীর কারণে তাকে আরো ১৩ মাস মেহেরপুর কারাগারে বন্দি থাকেন।১৫ মাসের কারাভোজ শেষে তাকে শনিবার দর্শনা চেকপোস্ট দিয়ে তার ভাই সিরাজ শেখ ও তার গ্রাম মেম্বার সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রতিনিধি দলের সমন্বয়ে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মোঃ আবু নাঈম, দর্শনা থানার এস আই মোঃ টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম,দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে,গেদে কাস্টমস অজয় নারায়ন রায়,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এস আই বাসুদেব ঘোষ,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here