একুশে সংবাদ পত্রিকার অভয়নগর প্রতিনিধির উপর হামলা গুলি করে হত্যা চেষ্টা জীবনের নিরপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বরাবর অবেদন

0
517

যশোরের অভয়নগরে সংবাদ সংক্রান্ত বিষয়ে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার অভয়নগর প্রতিনিধির উপর হামলা ও গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার যশোর জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বরাবর অবেদন করেছেন পত্রিকাটির অভয়নগর প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক মাহবুব রহমান মোড়ল।
আবেদন সুত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে এগারোটায় সাংবাদিক মাহবুর তার নিজ এলাকা উপজেলার চলিশিয়া গ্রামের ফকির বাড়ির মোড়ে বসেছিলেন এসময় সংবাদ সংক্রান্ত বিষয়ের জের ধরে নওয়াপাড়া অফদার মোড় এলাকার সুশান্তর পুত্র মাদকাসক্ত অন্তু (২২), কালো রাজিব (৩০), রহমান (২৫), রাজিব-২ (২৬) নামের চার যুবক মাহবুবুর রহমানের উপর হামলা চালায়। এসময় মাহবুবুর দৌড়ে পালিয়ে যাওয়া কালে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা মাহবুবুরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তবে সৌভাগ্যবশত অস্ত্র থেকে গুলি বের না হওয়ায় সে প্রাণে বেঁচে যান। এসময় মাহবুর মাটি থেকে উঠে দৌড়ে তার বাড়ি গেলে হামলাকারীরা তার পিছুপিছু গিয়ে তার দরজায় লাথি মেরে বলে বড় সাংবাদিক হইছোস, তোরে খেয়ে ফেলবো বলে হামলাকারীরা চলে যায়। সাংবাদিক মাহবুবুর রহমান তৎক্ষনাৎ বিষয়টা অভয়নগর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সাংবাদিক মাহবুবুর রহমান তার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছে, যে কারণে তিনি নিজের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বরাবর অবেদনটি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here