মহেশপুরে ৫৮ বিজবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল উদ্ধার

0
214

সাইফুল ইসলাম, মহেশপুর(ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুর থেকে ৩১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্দার করেছে ৫৮বিজিবি। ৬ মে (শনিবার) ভোর ৫ ঘটিকার সময় উপজেলার বেলে মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির অধিনায়খ লে: কর্ণেল মাসুদ পারভেজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতেৃত্বে এবং হাবিলদার আমিনুল ইসলাম ও নায়েক সিরাজের সহযোগিতায় বিশেষ টহল দল বেলেমাঠ এলাকায় উপস্তিত হলে চোরকারবারীরা টের পালিয়ে যায়, সে সময় ১৫টি প্লাস্টিকের সাদা বস্তায় ভরা ৩১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।, মাদক চোরাকারবারিরা এই ফেনসিডিল ভারত থেকে এনে ঢাকার চালান করার প্রস্তুতি নিচ্ছিলো । তবে কাউকে এ ঘটনায় আটক করা যায়নি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here