মণিরামপুরের মল্লিকপুর থেকে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

0
179

যশোর অফিস : রোববার সকালে যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে আনোয়ার হোসেন ওরফে আনার (৩৬) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক হারিয়ে গেছেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহারুল ইসলামের ছেলে।
আনারের ভাই আতিয়ার রহমান জানিয়েছে, রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আনোয়ার বাড়ি থেকে বের হয়ে যায় সবার অজান্তে। সে জন্মগত ভাবে বুদ্ধি প্রতিবন্ধী। ঠিকমতো কথা বলতে ও শুনতে পারেনা। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে মণিরামপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কেউ যদি তার ভাইয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭৬১-৪১৯২৫৯ অথবা ০১৭১৮-১৮০৭১৮ এই নম্বরে কল করার জন্য আতিয়ার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here