এইচ এম জুয়েল রানাঃ যশোরের মণিরামপুর থানার এএসআই শ্যামল সরকার যশোর জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ)নির্বাচিত হয়েছেন। মে/২০২৩ মাসের মাসিক কল্যাণ সভায় সঠিকভাবে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ এএসআই(নিঃ) নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি।
রোববার (৭ মে)যশোর জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় মণিরামপুর থানার এএসআই (নিরস্ত্র)/ শ্যামল সরকার এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম, পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এবিষয়ে মণিরামপুর থানার এএসআই শ্যামল সরকার বলেন,মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান স্যারের সঠিক দিক নির্দেশনা ও সকল প্রিয় সহকর্মীদের
অনুপ্রেরণায় আজকে আমি যশোর জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হতে পেরেছি। যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় শ্রেষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই ভালো কাজের ধারা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।















