মেহেরপুর হাসপাতাল চত্বর থেকে পাঁচ দালাল কারাগারে

0
166

মেহেরপুর প্রতিনিধি : রোগীদের সাথে প্রতারণা করে হাসপাতাল থেকে ভাগিয়ে ক্লিনিকে নেওয়ার অপরাধে পাঁচ দালালকে পাঁচ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। দন্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দন্ডিতরা হচ্ছেন, জামাল আলী, সুমি খাতুন, সোহাগ হোসেন, জেসমিন ও জোহরা খাতুন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দন্ডিতরা বিভিন্ন সময় রোগীদেরকে ভালো সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজেদের পছন্দের ক্লিনিকে প্রেরণ করতো। ক্লিনিক কর্তৃপক্ষ সুযোগে পেয়ে নানান পরীক্ষার নামে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এ টাকার একটি অংশ পেতেন ওই দালালরা। বিষয়টি টের পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই দালালদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সত্যতা স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল।
এদিকে স্থানীয় ভুক্তভোগীরা ভ্রাম্যমান আদালতকে অভিনন্দন জানালেও কতিপয় অসাধু ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি বাঁকা চোখে দেখছেন। অনেকেই দালালদেরকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেও ব্যর্থ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here