ডুমুরিয়ায় ঘুর্ণিঝড় মোচা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
161
ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা)। খুলনার ডুমুরিয়ায় ঘুর্ণিঝড় মোচা মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , ভাইস চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম , কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন , প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল কবির , মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস , খাদ‍্য কর্মকর্তা কামরুল ইসলাম , ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম , সুরঞ্জিত বৈদ্য , গাজী তোহিদুজ্জামান তোহিদ , ফায়ার সার্ভিস কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম , সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান , পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম প্রমুখ।
সভায় দুর্যোগ ব‍্যবস্থা নিয়ে উপজেলার ঝুকিপূর্ণ স্থানে স্কুল , কলেজ , আশ্রয় কেন্দ্র সার্বক্ষণিক খোলা রাখা , মাইকিং ব‍্যবস্থা ও জনসচতেনা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here