কালিয়ায় ফার্মাসিস্টকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা 

0
147
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল)  প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে ফার্মাসিস্ট আমিনুল ইসলামকে (৪২) পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২ মে) সকাল সাাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজ ঔষুধের দোকানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের ঔষুধের দোকানে যাচ্ছিলেন আমিনুল। পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফার শেখের লোকজন নুরু শেখদের বাড়ির সামনে আসলে আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান,ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবেশ সামাল দেয়। এলাকায় অপ্রিতিকর ঘটনা রুখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এখনো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে মামলা রুজু করে আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here