কুষ্টিয়ায় লাগামহীন নিত্যপণ্যের বাজার চড়া দামে বিক্রি হচ্ছে শাক সবজি

0
185

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় লাগামহীন বেড়ে যাচ্ছে শাক সবজি সহ নিত্য পণ্যের মূল্য। মাছ, গোস্ত ও ডিমের দাম বাড়ছে দফায় দফায়। এতে দিশেহারা হয়ে পড়ছে স্বল্প আয়ের মানুষ। আজ সকালে কুষ্টিয়া মিউনিসিপ্যাল মার্কেট ঘুরে জানা যায়, কাঁচাবাজারে বেগুন, শসা, টমেটো, লাউ, আলুসহ কয়েকটি সবজির দাম বেড়ে গেছে। মাছ গোস্ত ও ডিমের দামও ক্রেতাদের প্রায় নাগালের বাইরে। নানা ধরনের সবজিতে ঠাসা কুষ্টিয়া মিউনিসিপ্যাল মার্কেটের কাঁচাবাজার। সরবরাহ পর্যাপ্ত হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। দোকান ভেদে একই সবজি বিক্রি হচ্ছে ভিন্ন দামে। আজ জুম্মাবারের দিনে কেজিপ্রতি আলু ৩৫ টাকা, দেশি পেঁয়াজ ৬৫/৭০ টাকা, দেশি রসুন ১৫০/১৬০ টাকা, আদা ২০০ টাকা, দেশি আদা ২৫০ টাকা, টমেটো ৬০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, পটোল ৬০/৭০ টাকা, ঢেঁড়স ৪০/৫০ টাকা, শসা ৫০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, রববটি ৫০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, ঝিঙা ৫০/৬০ টাকা, লতি ৫০/৬০ টাকা বিক্রি হয়।নএ ছাড়া, লেবুর হালি ২০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি, লালশাক এক মুঠো ১০ টাকা, লাউশাক এক মুঠো ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি, কাঁচকলা হালি ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা কেজি, চালকুমড়া প্রতি পিস ৩০/৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০/৫০ টাকা, ডাঁটাশাক এক মুঠো ১০ টাকা বিক্রি হচ্ছে। মাছের দরদাম ওঠানামা নিয়ে ভিন্ন কথা বলছেন বিক্রেতা। বাজারে প্রতি কেজি বড় চিংড়ি ১৪শ থেকে ১৫শ টাকা, পাবদা ৬শ টাকা কেজি, এক কেজি ওজনের বোয়াল ৯শ টাকা, টেংরা মাছের কেজি ৬শ টাকা, রুই-কাতালার কেজি ৩৫০/৪০০ টাকা, পাঁচমিশালি মাছ ৫শ থেকে ৬শ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর গোস্ত ৭৫০ টাকা ও খাসির গোস্ত ১ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৬৫০/৭০০ টাকা কেজি। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৬/৪৮ টাকা। খোলাবাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০/২০০ টাকা লিটার। সব মসলার দাম গত সপ্তাহের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে কুষ্টিয়ায়। বাজার করতে আসা থানা পাড়ার বাবলু ও উজ্জল বলেন, বাজারে ব্যাপক সবজির সরবরাহ আছে কিন্তু দাম কমছে না। নিয়মিত বাজার মনিটরিং হয় না দেখে পণ্যের দাম কমে না। তাই নিত্য পণ্যের দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক নজর না দিলে আমরা গরিবরা কি ভাবে খেয়ে বাঁচবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here