কেশবপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
291

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরের মজিদপুরের বিনাকুড়ের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঘৌড়দৌড় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৭টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘৌড়দৌড় প্রতিযোগিতায় খুলনার বটিয়াঘাটা থেকে আসা জিসান আহমেদের ঘোড়া প্রথম, নড়াইলের বাবর শেখের ঘোড়া দ্বিতীয় ও অভয়নগরের হিরু মোল্লার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।
ঘৌড়দৌড় কমিটির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, মজিদপুর ইউনিয়নস্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাম প্রসাদ দেবনাথ, ইউপি মেম্বার হামিদা বেগম, মহিউদ্দিন বুলবুল, আসাদুজ্জামান প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here