নড়াইলের লক্ষীপাশায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্ধষ চুরি

0
195
উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত বুধবার (১০ মে) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।
মন্দিরের পুরোহিত সুকান্ত চট্টোপাধ্যায় বিপ্লব জানান, কালিমায়ের অঙ্গে রাখা ৪টি সোনার চেইন, কানের দুল, টিকলি, লকেট, ৩টি নারায়ন শীলা, ২টি শিবলিঙ্গ,দানবক্স ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মন্দিরে আগত ভক্তবৃদ মন্দিরের গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিব প্রশাদ ভট্টাচার্য বলেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন জানান, চুরির বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here