প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার! ধর্ষক গ্রেফতার

0
166
মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (৩০)ধর্ষণের অভিযোগে মিঠু গাজী (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গত ১১ই মে বৃহস্পতিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান সিরাজুল ইসলামের বাড়ি থেকে মনিরামপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মিঠু পেশায় একজন রং মিস্ত্রি।বৈবাহিক সূত্রে স্ত্রী সহ ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে।সে উপজেলার ফেদাইপুর গ্রামের অবসরপ্রাপ্ত সাবেক গ্রাম পুলিশ পীর আলী গাজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ তারিখ হতে খানপুর ইউনিয়নের একটি গ্রামে প্রতিবন্ধী ওই নারীর চাচার বাড়িতে রংয়ের কাজ করছিল মিঠু। সেখানে কাজ করা অবস্থায় প্রতিবন্ধী ওই নারীর সাথে তার পরিচয় হয়।এরপর বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধী ওই নারীকে স্থানীয় একটি বিলে নিয়ে সেখানে একটি মাছের ঘের পাড়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে মিঠু।
এদিকে প্রতিবন্ধী নারীকে খুঁজে না পেয়ে স্বজনরা সন্ধ্যার দিকে বিলের সেই ঘের পাড়ে যায়। সেখানে মিঠুকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন তাঁরা। পরে মারপিট করে মিঠুকে স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলামের বাড়িতে এনে রাখা হয়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন মিঠুকে আটকে রাখে।পরে আমরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় রাতে একটি মামলা হয়েছে।ডাক্তারি পরীক্ষার জন্য প্রতিবন্ধী নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here