পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : সাধারণ মানুষসহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে গোটা বাজারে স্ট্রিটলাইট স্থাপন এবং ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া, ব্যবসায়ীদের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি দীর্ঘমেয়াদী ও টেকশই উন্নয়নের মাধ্যমে খাজুরা বাজারকে মিনি টাউনে পরিণত করা হবে বলে জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী খাজুরা বাজারে ব্যাপক উন্নয়নযজ্ঞ চলছে। ইতোমধ্যে খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়কে সরকারিকরণ, বাজারের যানজট নিরসনে চিত্রা নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ, ফুটপাত, পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সরকারি ব্যাংক প্রতিষ্ঠা, নিরাপদ সাপ্লাই পানির ব্যবস্থা, পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন ও টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করাসহ বাজারের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বর্তমানে চিত্রা নদীর ওপর ফোরলেন ব্রিজ তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।’ গতকাল বাঘারপাড়া উপজেলার বৃহত্তর খাজুরা বাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে গো-হাটা চত্ত্বরে বাজারের ব্যবসায়ীবৃন্দ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা রুবেল রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, বাঘারপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই অভিজিৎ সিংহ রায়, জেলা মহিলা লীগের সদস্য জাকিয়া সুলতানা, ব্যবসায়ী নেতা লিন্টু রায়, শিহাব উদ্দীন, যুবলীগ নেতা ইউসুফ হোসেন হিটলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। মতবিনিময় সভা শেষে রনজিৎ কুমার রায়কে সভাপতি, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, আব্দুল হামিদ ডাকু ও গ্রাম ডাক্তার শহীদুর রহমানকে সহসভাপতি এবং রুবেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে খাজুরা বাজার পরিচালনা ও উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।















