মহম্মদপুরের কৃষকলীগ অসহায় কৃষকের ধান কেটে দিলেন

0
155

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে :মাগুরার মহম্মদপুরে অসহায় কৃষকের প্রায় এক বিঘা জমির পাঁকা ধান কেটে দিলেন উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা। জানা যায়- শ্রমিক সঙ্কট ও ঘুর্ণিঝড় মোখা’র আগাম পূর্বাভাসের কারণে ক্ষেতের পাঁকা ধান নিয়ে দূশ্চিন্তায় পড়েছিলেন উপজেলার বাঐজানী গ্রামের জেলখানা পাড়া এলাকার কৃষক আব্দুল হালিম শেখ। দিশেহারা হয়ে পড়েছিলেন পাঁকা ধান কেটে ঘরে তুলবেন কিভাবে এ নিয়ে।পরিবারের কর্মক্ষম আর কেউ না থাকায় এবং উপায়ান্ত না পেয়ে হালিম শেখ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমের কাছে যান। এবং তার ক্ষেতের ধান কাটতে না পারার অক্ষমতার বিষয়টি জানান। এরপর উপজেলা কৃষকলীগের উদ্যোগে শুক্রবার (১২ মে) সকালে কৃষক আব্দুল হালিমের ক্ষেতের ধান কেটে দেয় দলের নেতাকর্মীরা।এদিন সকালে অন্তত: ২০ জন দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটার শুভ সূচণা করেন জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট মঈনুল ইসলাম পলাশ। উপজেলা কৃষকলীগের সভাপতি মশিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক শামছুল আলম, লিটন শেখ, মফিজুর রহমান, ইউসুফ মোল্যা, ইনামুল হক, মনিরুল ইসলামসহ ২০ জন নেতা কর্মী ধান কাটায় অংশ নেন।এ বিষয়ে কৃষক আব্দুল হালিম বলেন, শ্রমিক সঙ্কট এবং ঘুর্ণিঝড়ের পূর্বাভাসে ক্ষেতের পাঁকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমের কাছে গিয়ে আমার সমস্যার কথা জানালে তিনি তার দলের লোকজন নিয়ে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমি খুবই উপকৃত এবং খুশি হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here