যশোর পুলিশের ৪১ টি হারানো মোবাইল উদ্ধার খোয়া যাওয়া টাকা ফেরত

0
161
যশোর অফিস : যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অভিযানে এপ্রিল মাসে হারানো ৪১ টি মোবাইল ফোন উদ্ধার, নগদ ও বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া এক লাখ ৯শ’ ১৭ টাকা উদ্ধার এবং হ্যাক হয়ে যাওয়া ১৬টি ফেসবুক আইডি পুনঃরুদ্ধার করা হয়েছে। পরে এসব পণ্য প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজ হওয়া চৌগাছার ভিকটিম তানজিলা ইয়াসমিন বিথি (ছদ্মনাম) কে উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার শনিবার (১৩ মে) সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে প্রকৃত মালিকদের কাছে এ সকল উদ্ধারকৃত ডিভাইস এবং টাকা ফিরিয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, জেলার নয়টি থানায় জিডি মূলে যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে সেগুলো উদ্ধার করে আজ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here