মহাবিপদ সংকেতের মধ্যেও সৈকতে গিয়ে সেলফি, প্রতিমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

0
247

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জারি করা মহাবিপদ সংকেতের মধ্যেও সমুদ্রসৈকতে গিয়ে উৎসুক লোকজনের সেলফি তোলায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সৈকত থেকে লোকজনকে সরিয়ে নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ফোনও করেছেন তিনি।রবিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।ডা. এনামুর রহমান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। এর মধ্যেও সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা যায় অনেককে। এ নিয়ে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার সময় প্রধানমন্ত্রী ফোনে বলেছিলেন, এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে, এটিকে তোমরা নিয়ন্ত্রণ কবো।পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরে বিজিবি সৈকত খালি করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here