সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়কে প্রান গেল দুই শ্রমিকের, আহত -১৫

0
230
সাতক্ষীরা প্রতি‌নি‌ধি : সাতক্ষীরা খুলনা মহাসড়‌কের পাটকেলঘাটায় পিকআপ উ‌ল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হ‌য়ে‌ছেন।  মঙ্গলবার সকা‌লে পাটকেলঘাটা থানার কু‌মিরা নামক স্থা‌নে এ দূর্ঘটানা‌টি ঘ‌টে।
নিহতরা হ‌লেন, শ্যামনগর উপজেলার কাশিমা‌রি গ্রা‌মের মন্টু গাজীর ছে‌লে ধানকাটা শ্রমিক সুমন হো‌সেন  ও জয়নগর গ্রা‌মের মৃত মেহের আ‌লির ছে‌লে আবুল হো‌সেন।
 আহতরা শ্রমিকরা হ‌লেন, ইমন ইয়া‌ছির, শুকরআ‌লিসহ কমপ‌ক্ষে ১৫ জন।
পাট‌কেলঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি শেখ মাহমুদ জানান, উক্ত শ্রমিকরা শরীয়তপুর থে‌কে ধান  কেটে বা‌ড়ি‌তে ফি‌রছি‌লেন পথিমধ্যে পাটকেলঘাটা থানার কু‌মিরা নামক স্থা‌নে পিকআপ‌টি নিয়ন্ত্রন হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এসময় ঘটনাস্থলে শ্রমিক সুমন হোসেন নিহত হন।  এছাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর শ্রমিক আবুল হোসেন। আহত‌দের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বি‌ভিন্ন হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here