স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে : দুদক কমিশনার

0
170

ঝিনাইদহ প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদেরকে দুর্নীতিকে না বলতে হবে বলেছেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান। কমিশনার বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। তিনি আজ ঝিনাইদহে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বুধবার (১৭ মে) ঝিনাইদহে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত ২) মোঃ জাকির হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, খুলনা বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ, ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ এন. এম. শাহজালাল, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আনোয়ার। কমিশনের সিদ্ধান্ত অনুসারে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ। সরকারী পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারী কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।গণশুনানিতে ঝিনাইদহের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ তার সাথে কমিশনের উর্দ্ধতন কর্মকর্তার নিকট অভিযোগ উত্থাপন করেছেন। তাদের অভিযোগসমূহ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাগণ শুনেছেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তীতে কমিশন কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। গণশুনানিতে বি.আর.টি.এ, সাব-রেজিস্ট্রি অফিস, নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভা ও ইনিউন পরিষদ, পাসপোর্ট, হাসপাতাল, ভূমি অফিস, বিএডিসি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, সমাজসেবা অফিস, সেটেলমেন্ট অফিসসহ ঝিনাইদহের ২৬ টি দপ্তরের বিরূদ্ধে ১১৩ টি অভিযোগ পাওয়া যায়; তন্মধ্যে ২২ টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ২২ টি অভিযোগের মধ্যে ঝিনাইদহ এর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পাসপোর্ট অফিসের বিরূদ্ধে আনিত ০২টি অভিযোগের বিষয়ে যাচাইঅন্তে অনুসন্ধান চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঝিনাইদহ এর বি.আর.টি.এ অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাচন কমিশন অফিস, পানি উন্নয়ন বোর্ড, সেটেলমেন্ট অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রভৃতি অফিসের বিরূদ্ধে আনিত ২০ টি অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। উক্ত গণশুনানি ঝিনাইদহের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে স্বতঃস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি পরিসেবা যে কোন মূল্যে নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হতে হবে। জনসচেতনতাই রুখবে দুর্নীতি এছাড়া সরকারি কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here