দামুড়হুদা  ও দর্শনায় তাল শাস বিক্রেতা ব্যস্ত সময় পার করছে,

0
60
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা ও দর্শনায় মৌসুমী ফল তালশাস বিক্রেতারা  ব্যস্ত সময় পার করছে।রসালো এই শাসের বাজারে ক্রেতাদের কাছে ব্যাপক চাহিদা থাকলেও  দামের কারনে এই শাস থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
দামুড়হুদার বাজার মোড়, বাসষ্টান্ড, জয়রামপুর ডুগডুগি বাজার, লোকনাথপুর,দর্শনা রেল বাজার,পুরাতন বাজার,মেমনগর,মদনা বাজার,কার্পাসডাঙ্গা বাজারসহ বিভিন্ন মোড়ে মোড়ে  প্রতিদিন কয়েকশ তালশাস  ব্যবসায়ীরা তালশাস বেচাকেনা করছে। গরমের মধ্যে  তালশাসে  রয়েছে শরীরের জন্য বিভিন্ন উপকারীতা। তাছাড়া এটি  একটি পছন্দের ফলও বটে।তাই মধ্যবিত্ত ও বড় লোকেরাই বেশী  গাড়ি থামিয়ে এই রসালো  ফল কিনতে দেখা যাচ্ছে। ফলে প্রতিটি শাস ৪/৫ টাকা করে  বিক্রয় করতে  তাদের কোন সমস্যা হচ্ছে না। অথচ দিন  আনা দিন খাটারা  ইচ্ছা থাকলেও এ ফলের দিকে ঝুকছে কম। শাস বিক্রেতা রহমান,জামাল,কাওছার বলেন,গ্রাম গ্রাম ঘুরে তাল প্রতি ১০/১২ টাকা দিয়ে তাল পাড়তে হচ্ছে।তাছাড়া ভ্যান ভাড়া, জন খরচ সহ অন্যান্য কমবেশী খরচ থাকায়  একটু বেশী দামে বিক্রি করলেও ক্রেতাদের চাহিদা বেশী হওয়ায়  দিতে হিমসিম  হতে  হচ্ছে।বিশেষজ্ঞ  ডাঃ রফিকুল ইসলাম বলেন,তাল শাসে পানি শূন্যতা দুর করে।খাবারের রুচি বাড়াতে সাহায্য করে।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।লিভার সুরক্ষা,দৃষ্টি শক্তি প্রখর করতেও তালশাস ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here