মণিরামপুরে সাহা সুইটসে বিড়ালে খাওয়া দুধ দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি।

0
113

মনিরামপুর পৌর প্রতিনিধি (জাহিদ)ঃ- যশোরের মনিরামপুর হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা বাজারে সাহা সুইটস হোটেলে মেঝোতে রাখা দুধের পাতিলে বিড়াল দুধ খাচ্ছে এমনটা ই দেখা যাই  হরহামেশাই।এই হোটেলে পাতিলে রাখা দুধ আগলা রাখে আর সেই দুধ  বিড়ালে খায় এরকম বিড়ালে খাওয়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করে আসছে দীর্ঘদিন যাবৎ এমন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সেখানে উপস্থিত হয় গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের ক্যামেরার উঠে আসে সেই বিড়ালে দুধ খাওয়ার দৃশ্য।কেনো এমন পরিবেশে খাদ্য তৈরি করে মানুষকে খাওয়ানো হচ্ছে এবং বিড়ালে দুধ খাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে গণমাধ্যমে হোটেল মালিক মুকুল সাহা বলেন, দুধ আবার গরম করলে ঠিক হয়ে যাবে। স্হানীয় জনগন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here