মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: মণিরামপুর পৌর শহরের তাহেরপুরে একটি পিচের রাস্তা ভেঙ্গে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে যানবাহনসহ সাধারণ মানুষ যাতায়াতের চরম বিঘ্ন ঘটছে। রাস্তাটি সংস্কার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি করছে এলাকবাসি।
সূত্রে জানাযায়, মণিরামপুর পৌর শহরের আকুঞ্জীর বাড়ির মোড় থেকে তাহেরপুর মধ্যে দিয়ে বিজয়রামপুর গ্রামের রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরণের ছোট বড় যানবাহন ও সাধারণ মানুষ যাতায়াত করে। কয়েকটি গ্রামের লোকজনের যাতায়াতের এক মাত্র রাস্তা। এই রাস্তাটির পিচ উঠে ছোট বড় গর্তে পরিণত হয়ে গেছে। যে কারণে ইজিবাইক, অটোভ্যান, মটরসাইকেল ও ভারি জানবহন চলাচল করতে ব্যাপক বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। রাস্তাটি সংস্কার করার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকবাসী। অটোভ্যান চালক রাজ্জাক আলী জানায়, আমাদের মণিরামপুর বাজারে যাতায়াতের এক মাত্র রাস্তা। সে রাস্তাটি দির্ঘদিন ধরে পিচ উঠে গর্তে পরিণত হয়েছে। যাতায়াতের খুব কষ্ট হচ্ছে। ইজিবাইক চালক হয়রত আলী জানায়, আমাদের এলাকার কয়েকটি গ্রামের লোকের যাতায়াতের এক মাত্র রাস্তা ভেঙ্গে চুরে গর্ত হয়ে গেছে। যে কারণে রাস্তা দিয়ে রুগি নিয়ে হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত যাতায়াত করতে পারছি না। ৫নং ওর্যাড কাউন্সিলার আসাদুর রহমান আসাদ জানান, আমি রাস্তাটি কাজ করার জন্য সব কিছু পৌর সভার ইঞ্জিনিয়র কাছে জমা দিয়েছি। পৌর সভার ইঞ্জিনর উত্তম মজুমদার জানান, আমরা রাস্তাটি সংস্কার করার জন্য প্রকল্পে পাশ করার জন্য জোর চেষ্টা করছি।