ইবি সাহিত্য সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

0
224

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চা ও আত্ম উন্নয়নমূলক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন সদস্যদের ‘নবীন বরণ’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক পলাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়। শুরুতে নবীন সদস্যদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন বর্তমান সদস্যরা। নবীন সদস্য ও বর্তমান সদস্যদের পরিচয় পর্ব হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ। বিশেষ বক্তব্য রাখেন নীরব বিশ্বাস, ইন্দ্রজিৎ দত্ত, নাইমুর রহমান দুর্জয় ও শাহরিয়ার প্রিন্স । সংগঠনটির গত একবছরে পাঠচক্রে সেরা উপস্থিতি, সেরা আলোচক ও সেরা সাংগঠনিক কর্মী ক্যাটাগরিতে মোট ৭ জনকে পুরস্কৃত করা হয়। সেরা উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন সোহেলী তাবাসসুম জান্নাত। সেরা সাংগঠনিক কর্মী ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন হাশেম আলী, শাহরিয়ার প্রিন্স, ফারজানা ইবাদা ও তানভিন ইমা। সেরা আলোচক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন নাইমুর রহমান দূর্জয় ও রাসেল রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here