মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ১১তম ব্যাচের সপ্তাহব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর ১১তম ব্যাচের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। বাংলাদেশ পুলিশের ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে ১১তম ব্যাচের সপ্তাহ ব্যাপি পদমর্যাদা ভিত্তিক এ প্রশিক্ষণ শুরু হয় । উদ্বোধনী বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য পোশাকের মর্যাদা, সৌজন্যতা ও মার্জিত আচরণ, সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করণীয় বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।