চৌগাছায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

0
53
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’-কে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় যশোরের চৌগাছায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বেলা ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসবকলীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, হাসান রেজা, এইচএম ফিরোজ, শফিউর রহমান রাথিক, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পিকআপভ্যানে ব্যান্ড পার্টি, মোটরসাইকেল ও পায়ে হেটে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবকলীগও অংশ গ্রহণ করে। শহরের মৃধাপাড়া মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত  আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন। এছাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, হাসান রেজা, এইচ এম ফিরোজ, শফিউর রহমান রাথিক, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, জয়ন্ত কুমার, হাসিব বিশ্বাস, সন্দীপ কুমার, রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here