কেরুজ কোয়ার্টার  বহিরাগতদের দখলে, বৃথা দফায় দফায় দখল মুক্তর হুমকি

0
173
মাহমুদ হাসান রনি, দামুড়হুদ্(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর কেরু চিনিকলের  আওতায় দর্শনার  আবাসিক কোয়াটারের বেশীরভাগ কোয়ার্টার  বহিরাগতদের দখলে রয়েছে।দেখার কেউ নেই।
দর্শনা চিনি কলের আবাসিক কোয়াটারে থাকার কথা চাকুরী জীবিদের অথচ
 প্রায় ১০ বছর পূর্বে মৃত্যুবরণ কারী কর্মচারীর পরিবার  থেকে শুরু করে  এমন কি  চাকুরী করে না এমন ব্যক্তিরাও বাসা দখল করে আছে । এসব বসবাস কারীরা বছরের পর  বছর বেনামে কোয়াটার নিয়ে বসবাস করলেও কর্তৃপক্ষের নজরে আসেনি।  আবার অনেকে বলছে কর্তৃপক্ষ জেনেও না জানার ভান করছে। তাই বিষয়টি  প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে।আর  কেরু এসপি কোয়াটারে এরা বসবাস করছে বলে জানা গেছে।১০ বছর পূর্বে  কাইজারুল ইসলাম কেরু চিনিকলের টাইম অফিসে কর্মরত থাকা অবস্থায  মৃত্যুবরন করেন । সেই থেকেই তার পরিবার বেনামে বাসা বরাদ্দ নিয়ে বসবাস করে আসছে। এ ব্যাপারে কয়েকবার সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের  নজরে দিলেও টনক নড়েনি। এদিকে কেরু চিনিকলের হিজলগাড়ি খামারে কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কোয়াটারে খামার বিভাগের চাকুরিরতদের থাকার কথা কিন্তু সেখানে স্থানীয় বিভিন্ন বিভাগে কর্মরত ছাড়াও কেরুতে চাকরি করে না তেমন লোকও বিনা ভাড়ায় বসবাস করার সুযোগ পেয়েছে। শামিম নামে সেকানে এক বহিরাগত বসবাস করছে ।  কোয়াটারে বসবাসকারীদের নামে বরাদ্দ না থাকায় চিনকল বাসা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কোম্পানীর মনোহরপুর ইক্ষু ক্রয় কেন্দ্রে, বোয়ালিয়া ইক্ষু ক্রয় কেন্দ্রে,  দামুড়হুদা সাবজোন অফিস সংলগ্ন আবাসিক কোয়াটারে কেউ না থাকায় এসব আবাসিক স্থানীয়রা দখলে রেখে  সেখানে খড়কুটা সহ বিভিন্ন সামগ্রী রেখে ভবনের ক্ষতি করছে। কেউ কেউ গরু, ছাগলের গোয়াল ঘরে পরিণত করেছে। এভাবে অরক্ষিত রেখে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। দেখার কেউ নেই। অথচ ইক্ষু ক্রয় কেন্দ্র গুলোতে পাহারাদার হিসাবে  জনবল নিয়োগ দেয়া থাকলেও তারা সেখানে থাকেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here