মাঠ পর্যায়ে সেবার মান দেখতে পুলিশ সুপারের  আকর্ষিক থানা পরিদর্শন

0
114
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  জীবননগর থানা আকষ্মিক পরিদর্শন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেছেন।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার  আব্দুল্লাহ্  আল-মামুন জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে থানা অধিক্ষেত্রে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে কৌশলগত দিক নিয়ে  আলোচনা  করেন।  এসময় তিনি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলের দিকনির্দেশনা প্রদান করেন।তিনি  পুলিশ হেডকোয়ার্টার্সের  নির্দেশিত জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতা মূলক সভা,উঠান বৈঠকের উপর বিশেষভাবে  গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি জীবননগর থানার ১লা মে হতে  এ পর্যন্ত মুলতবি মামলা সমূহের সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শন কালে সন্তুুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here