দর্শনা পৌর মেয়রের সাথে পৌর প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় 

0
195
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধিঃ দর্শনা পৌর এলাকার উদ্যোগে দর্শনা পৌর মেয়র কে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্টিত  হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দর্শনা পৌরসভার মেয়রের কার্যালয়ে   দর্শনা পৌর এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নবাগত  পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর  সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।প্রধান শিক্ষকদের মধ্যে
কামরুল হাসান হিরো,শ্রী স্বরুপ দাস, হে‌লেনা পারভীন, মোঃ হারুন অর র‌শিদ, মোঃ ইসমাইল হো‌সেন, মোঃ ইয়াছ ন‌বী,মোছাঃ না‌সিমা খাতুন,‌মোঃ সিরাজুল ইসলাম,মোঃ  সাঈদ হোসেন,  মোঃ স‌ফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়র আতিয়ার রহমান হাবু  সকলের উদ্যেশ্যে বলেন, স্কুলে ছাত্র ছাত্রীদের কে  ভালভাবে সহজ পদ্ধতিতে পড়াবেন,ধৈর্য হারাবেন না।তাহলেই তারা স্কুলের দিকে ঝুকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here