রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে শহর জুড়ে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মকান্ড

0
109

যশোর : প্রচন্ড গরমে জনজীবনে নাভিশ্বাস। জীবনের তাগিদে তাপদাহ উপেক্ষা করে ঘরের বাইরে কর্মব্যস্ত সাধারণ মানুষ। রয়ে যাচ্ছে হিটস্ট্রোকের সম্ভাবনা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে শহর জুড়ে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মকান্ড চালিয়েছে। যারমধ্যে ছিল শহরের ওলিতে গলিতে মাইকিং, গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রিক্সা ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানি বিতরণ, লিফলেট বিতরণ, পথনাট্য। দু’দিনের জনসচেতনতামূলক কর্মকান্ডের গতকাল শেষ দিনে শহরের প্রাণকেন্দ্র দড়াটায় প্রচন্ড তাপ উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানুষের হাতে পানির বোতল তুলে দেন ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের জুনিয়ার সহকারী পরিচালক আহম্মদ আলী, যুব প্রধান ইমরান ফরহাদসহ যুব সদস্যরা। –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here