ভ্রাম্যমান প্রতিনিধি , ডুমুরিয়া (খুলনা) : নার্সিং এ উত্তীর্ণ না হওয়ায় খুলনার ডুমুরিয়ার লিপি মন্ডল নামে এক ছাত্রী বিষপানে আত্নহত্যা করেছে। গত ২৮ মে সে বিষ পান করে। সে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনাবান্দা মহেন্দ্র মন্ডলের মেয়ে।
তার পারিবারিক সূত্রে জানা যায় , ২০২২ ও ২০২৩ সালে নার্সিং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে সে পরিবারের সবার অগোচরে গত ২৮ মে বিষ পান করে। অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে মারা যান। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেখ কনি মিয়া বিষ পানে লিপি মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।