শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পেল পাঞ্জাবি ও হিজাব

0
75
জসিম উদ্দিন, শার্শা : শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পাঞ্জাবি ও হিজাব প্রদান করা হয়েছে।
শনিবার (৩রা জুন) দুপুরে নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্র এবং ২৭ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে এই পাঞ্জাবি ও হিজাব বিতরণ করা হয়।
প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জেনারেল শিক্ষার পাশাপাশি যেন ধর্মীয় শিক্ষা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সে লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পরিচালনা ও সার্বিক সহযোগিতা করছে কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট ঢাকা। নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে ১টা ও বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুরআন শিক্ষা করবে শিক্ষার্থীরা।
শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে এসময় কাজী আবেদীন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পাঞ্জাবি ও হিজাব গুলো বিতরণ করেন নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপদেষ্টা সাজ্জাদুর রহমান, আরবী শিক্ষক ইয়াকুব হোসেন সোহেল, সোনিয়া খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমত আরা সহ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here