চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

0
224
জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় অদ্য ০৩.০৬.২০২৩ খ্রিঃ শনিবার বিকাল ০৩:০০ ঘটিকায় পুলিশ অফিসার্স মেস, চুয়াডাঙ্গায় ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘টোটাল ফিটনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অত্র জেলায় কর্মরত সকল পদমর্যাদার পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক সচেতনতায় বিশেষ সেশনের আয়োজন করেন। উক্ত আয়োজনে মেডিটেশন, ধ্যান, ইয়োগা, দমচর্চা অনুশীলনের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, খাদ্যাভ্যাস, সামাজিক শিষ্টাচারের উপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও তার সহধর্মিণী জনাব ফরিদা ইয়াসমিন, সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও তার সহধর্মিণী জনাব শারমিন আক্তার, সহ-সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা; জনাব মোঃ  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও তার সহধর্মিণী জনাব সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদিকা, পুনাক, চুয়াডাঙ্গা; সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই-১, আরআইসহ সকল পদমর্যাদার দুই শতাধিক পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here