মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার টহল দল মাদক বিরোধী বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করেছে।
মঙ্লবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ আতিকুর রহমান, এএসআই (নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্স দর্শনা থানাধীন খাসপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় খাসপাড়া মোড়ে জীবননগর উপজেলার পুকামারী গ্রামের আঃ রহিমের ছেলে শরিফুল ইসলাম(২৫) কে দাড়াতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে দৌড়ে ধরে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তিতে আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।