সাইফুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ অফিস : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৬ পিচ স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার যাদবপুর ইউপির পাতিলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানায়, পাতিলা সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাতিলা গ্রামের মাঠের মধ্যে অবস্থান করে তারা। এ সময় ব্যালেন্স হারিয়ে মোটরসাইকেল হতে রাস্তায় পরে যাওয়া উপজেলার নেপা ইউপির বাগাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে সেলিমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা মুল্যের ১৬ পিচ স্বর্ণের বার। তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।