ফাইনালে চৌগাছার দাপুটে জয়

0
141
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ  রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিঃ আয়োজিত যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ এর ফাইনাল ম্যাচে চৌগাছা ক্রিকেট ক্লাব ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে। বৃহস্পতিবার উপশহর কলেজ মাঠ প্রাঙ্গনে টসে জিতে ব্যাট করতে নামে ইয়ং ড্রাগনস।
দলের পক্ষে দুই ওপেনার প্রান্ত ও দিপু মারমুখী হয়ে চড়াও হতে থাকে বিপক্ষ দলের বোলারদের ওপরে।
প্রান্ত ৪৩ করে রান আউটের ফাঁদে পড়েন,অপর ওপেনার দিপুকে ৪২ রানে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন চৌগাছার দলীয় অধিনায়ক সীন।এছাড়া শেষদিকে জুয়েলের ৫৯* ও নিপুর ২২ রানে ৮ উইকেটে ২১৩ রান করতে সক্ষম হয় ইয়ং ড্রাগনস।
চৌগাছার পক্ষে সীন,লিমন ও কাজল ২ টি করে এবং টুটুল ১ টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ওপেনার সীন ২ রানে রান আউটে কাটা পড়লে দল বিপর্যয়ে পড়ে যায়।তবে অপর প্রান্ত আগলে রেখে আরেক ওপেনার পার্বন ও সোহাগের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চৌগাছা ক্রিকেট ক্লাব।
পার্বন ৬৩ বলে ৮ টি চার ও ১২ টি ছয়ে ১২১* রান করেন।অপরপ্রান্তে সোহাগ ৪২ বলে ৫ টি চার ও ৭ টি ছয় এ ৭১* রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।ইয়ং ড্রাগনসের পক্ষে লিমন ১ টি মাত্র উইকেট লাভ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হন পার্বন রায় এবং সিরিজ সেরা হন সাদিকুর রহমান সীন।
ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে টায়ার-১ এর সমাপ্তি ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here