রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

0
160
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ  দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে  ছয়ঘরিয়া গ্রামের মৃত  খাদেম মোল্লার ছেলে আব্দুস সাত্তার (৭৬) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে-সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম ছয়ঘরিয়া কবরস্থানে জনাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আমানুল্লাহ আমানের  উপস্থিতিতে জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
এ সময়  আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিল্লাল হোসেন, সাবেক কমান্ডার রেজাউল হক,প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here