মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ আম ভর্তি পিকআপ হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে।অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আমান উল্লাহর নেতৃত্বে দর্শনা থানার সেকেন্ড অফিসার আহম্মেদ আলী বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) বশির আহম্মেদ, এএসআই (নিঃ) আশিকুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সানোয়ার হোসেন ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়া মাদ্রাসার সামনে রাস্তার উপর আম ভর্তি একটি চলন্ত পিকআপ(ঢাকা মেট্টো ন-১৯-৮০৫৮) কে দাড় করায়।এসময় পিকআপের ভিতরে তল্লাশী করার সময় ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৭১ বোতল ফেন্সিডিল জব্দ করে।গাড়ির ভিতর দুজন থাকলেও পুলিশের সামনে থেকে একজন পালিয়ে গেলেও অপরজন ড্রাইভার দর্শনার আজমপুরের ভাটা পাড়ার বিপ্লব হোসেন ছেলে সবুজ হোসেন (২৩)কে আটক করতে সক্ষম হয়। তবে পুলিশ সদস্যদের সামনে থেকে কি ভাবে চোরাকারবারী পালাতে সক্ষম হয় তা রহস্য থেকে গেছে। রাতেই গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।