মণিরামপুরে বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

0
76

যশোর : মণিরামপুরে বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের দিগঙ্গা হরিচাঁদ মতুয়া মিশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক শংকরাচার্য্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জাতির দুঃসময়ে, দুর্দিনে, বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বসবাস করে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আজকে সেই সম্প্রীতি নষ্ট করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সকল নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দশরথ মন্ডল, প্রচার সম্পাদক হরিপদ ধর, দিগঙ্গাা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক বিধান চন্দ্র ধর, ৯৬ গ্রাম হরিগুরুচাঁদ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক হীরামন বিশ্বাস, মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সির গৌর কুমার ঘোষ, ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যার প্রয়াত দূগাপদ সিংহের ছেলে সুব্রুত সিংহ, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা সুকৃতি ধর, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহাদুল করিম, যুগ্ন আহ্বায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, স্বেচ্ছাসেবকলীগ মাহাবুবুর রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে হরিচাঁদ মতুয়া মিশনের কমিটির নেতৃবৃন্দের হাতে উন্নয়ন তহবিলের জন্য অনুদান তুলে দেন এস এম ইয়াকুব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here