আসাদুজ্জামান, হরিহর নগর প্রতিনিধি : মালয়েশিয়ার সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে সোহাগ হোসেন (৩০)মঙ্গলবার (০৬ জুন) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। নিহত সোহাগ যশোরের মণিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
জানাগেছে- পড়ালেখা ছেড়ে নিজের পায়ে দাড়াবার জন্য পাড়ি জমায় মালোয়েশিয়ায়। সেখানে কাজের সাইটে যাওয়ার সময় গত ১২ রমজান মালয়েশিয়ার সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত হয় সোহাগ। এরপর মালয়েশিয়ার একটা হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালের আইসিওতে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে তার মরদেহ ১০ জুন শনিবার
সোহাগের মরদেহ বাংলাদেশে আসলে আত্মীয় স্বজনের কান্নায় এলাকা ভারি হয়ে ওঠে।পরে পারিবারিক কবরস্থানে সোহাগের মরদেহ দাফন করা হয়। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।















