কুষ্টিয়ায় অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার

0
198
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালের দিকে সোনা ডাঙ্গার বালিয়া পাড়া গ্রামের ক্যানাল থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় এখন পযন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়ার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ক্যানালের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের  মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জহুরুল ইসলাম বলেন নিহতের বয়স ৩০-৩৫ বছর হবে। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারী। তদন্ত চলছে, তদন্তের পর সব জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here