ডুমুরিয়ায় গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে হৃদ রোগে আক্রান্ত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু 

0
153
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে সুরজিত বসাক নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শিশুটি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও অনপতি বসাকের ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবারেও সুরজিত বসাক রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়। স্কুলে যাওয়ার পথে প্রচন্ড গরমে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসংসার ছড়িয়ে পড়লে এলাকা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া হৃদ রোগে আক্রান্ত হয়ে সুরজিত বসাক নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here